সুশান্তের মৃত্যু তদন্তে স্বরাষ্ট্র দফতরের চিঠি, দায়িত্ব নেবে সিবিআই
Odd বাংলা ডেস্ক: মুম্বই পুলিশের তদন্তে সন্তুষ্ট নন! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য তদন্তের ভার। এই দাবি তুলেই নেটদুনিয়াজুড়ে সরব হয়েছেন সুশান্ত-অনুগামীরা। তবে, সোশ্যাল মিডিয়ার সেই প্রতিবাদে চিঁড়ে ভেজেনি! অতঃপর সোজাসুজি প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপের জন্য আন্দোলন শুরু করেছিলেন। অভিনেতার মৃত্যুর তদন্তের ভার যতদিন না সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে, ততদিন তাঁদের আন্দোলন বন্ধ হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছিলেন সুশান্ত অনুরাগীদের একাংশ। আর সেই আন্দোলনকে সমর্থন করেই বিজেপির নেতামন্ত্রীরাও সরব হয়েছিলেন সিবিআই তদন্তের জন্য। অবশেষে সেই আন্দোলন সফল হলই বলা চলে! কারণ, ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআইকে চিঠি পাঠিয়েছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত খতিয়ে দেখার বিষয়ে।
Post a Comment