কঠিন হচ্ছে করোনা পরিস্থিতি, পিপিই, ফেস শিল্ড এবং বিশেষ কিছু মাস্ক রফতানিতে নিষেধাজ্ঞা সরকারের
Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার ভারত সরকারের তরফে করোনা প্রতিরোধে প্রতিরক্ষামুলক সরঞ্জামের রফতানি নীতি সংশোধন করা হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নন-মেডিক্যাল বা নন-সার্জিকাল মাস্ক ছাড়া যাবতীয় মাস্ক, পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট) এবং ফেস শিল্ড-সহ যাবতীয় চিকিৎসা সরঞ্জামের রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার।
সংশোধিত নীতি অনুসারে, এবার থেকে মেডিক্যাল নাইট্রাইল বা এনবিআর গ্লাভস, মেডিক্যাল গগলস (চিকিৎসকদের ব্যবহৃত চশমা) আর বিদেশে রফতানি করা যাবে না। পাশাপাশি গত ২২ জুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা সংশোধন করা হয়েছে। যেখানে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সার্জিকাল ড্রেপ, আইসোলেশন অ্যাপ্রন, সার্জিকাল র্যাপ এবং এক্স-রে গাউন।
Post a Comment