এই কয়েকটি নিয়ম মেনে চললেই তীর্থযাত্রীরা পাবেন পবিত্র চারধাম যাত্রার অনুমতি, জানাল উত্তরাখণ্ড সরকার
Odd বাংলা ডেস্ক: করোনা সংক্রমণ এড়াতে এবছর পবিত্র অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছে। তবে ভক্তদের আবেগ-অনুভূতির কথা মাথায় রেখে আরতির সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২-৩দিন ধরে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে উত্তরাখণ্ড সরকার ভিন রাজ্যের তীর্থযাত্রীদের জন্য চারধাম তথা কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী-র দুয়ার খুলে দেওয়ার বিশেষ অনুমতি দিয়েছে।
চার ধাম দেবস্থনম বোর্ডের প্রধান কার্যনির্বাহী এবং গাড়ওয়াল বিভাগের কমিশনার রবীনাথ রমন বলেছেন, 'আমরা রাজ্যের বাইরে থেকে আসা তীর্থযাত্রীদের জন্য উত্তরাখণ্ডে প্রবেশের ৭২ ঘন্টার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট পেশ করতে হবে। শুধু তাই নয়, কোভিড টেস্টটি কোনও স্বীকৃতিপ্রাপ্ত ল্যাবরেটারি থেকে করাতে হবে, যেকোনও ল্যাব থেকে টেস্ট করালে হবে না। উত্তরাখণ্ডে প্রবেশের পর করোনা রিপোর্ট যদি নেগেটিভ আসে, তাহলে একটি বাধ্যতামুলক কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাতে হবে তীর্থযাত্রীদের।
চার ধামের যেকোনও মন্দিরের গর্ভগৃহে প্রবেশ, কোনও দেবতার মূর্তির ছোঁয়া এবং ফুল বা মিষ্টির মতো নৈবেদ্য দেওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি কন্টেনমেন্ট জোন বা বাফার জোন থেকে আসা কোনও ব্যক্তিকে চারটি মন্দিরের কোনওটিতে প্রবেশ করতে দেওয়া হবে না।
পাশাপাশি উত্তরাখণ্ডের সরকারের তরফে প্রতিদিন এই চারটি তীর্থক্ষেত্রে তীর্থযাত্রীদের সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে। প্রতিদিন কেদারনাথে ৮০০ জন, বদ্রীনাথে ১২০০, গঙ্গোত্রীতে ৬০০ জন এবং যমুনোত্রীতে ৪০০ জন তীর্থযাত্রীকে প্রতিদিন আসার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক তীর্থযাত্রীকে নিজের সঙ্গে আইডি প্রুফ এবং ঠিকানার প্রমাণ বহন করতে হবে। গত বছর চারধাম যাত্রায় গিয়েছিলেন প্রায় ৩৮ লক্ষ তীর্থযাত্রী।
Post a Comment