অ্যাম্বুলেন্স হোক কিংবা টেলিমেডিসিন, করোনা বিষয়ক যেকোনও প্রয়োজনে ডায়াল করুন এই হেল্পলাইন নম্বরে


Odd বাংলা ডেস্ক: সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে এরাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতি মুহূর্তে। প্রতিদিন গড়ে ২২০০ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, গড়ে মৃত্যু হচ্ছে ৩৫-৪০ জন করে। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত হলে অ্যাম্বুলেন বা টেলিমেডিসিন ইত্যাদি নানা বিষয়ে নিয়ে অভিযোগ উঠছে। আর তাই এর সমাধান হিসাবে নতুন হেল্পলাইন নম্বর প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 1800313444222-এই মাল্টিপারপাস হেল্পলাইন চালু করা হয়েছে। জনস্বার্থে এই হেল্পলাইন নম্বর যেন বারবার প্রচার করা হয়, সংবাদমাধ্যমের কাছে সেই আবেদনও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ২৪X৭ খোলা থাকবে এই হেল্পলাইন নম্বর। 

করোনা সংক্রান্ত যে কোনও ওষুধ, রাতের বেলা অ্যাম্বুল্যান্স পাওয়া, সরকারি হাসপাতালে রোগী ভরতির ক্ষেত্রে সমস্যা হলে এই নম্বরে ফোন করে জানানো যাবে। যে কোনও সময়ই মানুষ ফোন করে এই নম্বর থেকে সাহায্য পাবেন, বলে জানান মুখ্যমন্ত্রী।
Blogger দ্বারা পরিচালিত.