প্রথম সারির করোনা যোদ্ধাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, ঘোষণা করলেন আরও ক্ষতিপূরণ


Odd বাংলা ডেস্ক: রাজ্যে প্রথম সারির করোনা যোদ্ধাদের জন্য বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যা। এদিন নবান্ন থেকে তিনি ঘোষণা করেন কোনও কোভিড যোদ্ধার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য এবং তাঁর পরিবারের একজনকে রাজ্য সরকারি চাকরি দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে করোনার জেরে রাজ্যের ১২ জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। সরকার তাঁদের পাশে রয়েছে বলেও জানান তিনি। শুধু তাই নয়, করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে তাঁদের মানপত্র ও মেডেলও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, এর আগেই রাজ্য সরকারের তরফে করোনা যোদ্ধাদের জন্যে ১০ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করা হয়েছিল। এদিন কোরনার সামনের সারির যোদ্ধা চিকিৎসক এবং পুলিশের মধ্যে বিতরণ করা হয় মানপত্র ও মেডেল।
Blogger দ্বারা পরিচালিত.