চিনে উইঘুর মুসলিমদের দিয়ে তৈরি করানো হচ্ছে মাস্ক, পিপিই



Odd বাংলা ডেস্ক: ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনে যখন প্রথম করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ে, সে সময় ফলের খোসা, প্লাস্টিকের বোতল, এমনকি অন্তর্বাস দিয়েও ফেসমাস্ক বানিয়ে পরতে দেখা যায় উহান প্রদেশের বাসিন্দাদের। হ্যাঁ, চীনের এ অঞ্চলই করোনাভাইরাসের উৎস। মারণভাইরাসের হাত থেকে বাঁচতে সে সময় মাস্ক, গ্লাভস চেয়ে আন্তর্জাতিক মহলের কাছে হাত পাততে বাধ্য হয় কমিউনিস্ট দেশটি। কিন্তু তার পরই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। মাস তিনেকের মধ্যেই নিজের দেশে জোগান দিয়েও মাস্ক রপ্তানি শুরু করে চীন। আচমকা উৎপাদনের এই বিপুল হারে বৃদ্ধিতে প্রশ্নও উঠে আসে একাধিক। এবার সেই রহস্যের সমাধান হয়েছে। জানা গেছে, বন্দিশিবিরগুলোতে মাস্ক তৈরি করতে উইঘুর মুসলিমদের 'গোলাম বাহিনী'-কে কাজে লাগিয়েছে চীন। সম্প্রতি এই মর্মে দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

সেখানে বলা হয়েছে, বন্দি উইঘুর মুসলিমদের দিয়ে জোর করে তৈরি করানো ফেসমাস্ক অস্ট্রেলিয়ায় রপ্তানি করেছে বেইজিং। চীনের হুবেই প্রদেশের প্রোটেক্টিভ পোশাক প্রস্তুতকারী সংস্থা 'হুবেই হেইজিন প্রোটেক্টিভ প্রোডাক্ট গ্রুপ কম্পানি লিমিটেড' অস্ট্রেলিয়ায় প্রায় দুই লাখ মাস্ক রপ্তানি করেছে। অভিযোগ, সেই মাস্কগুলো জোর করে উইঘুর মুসলিম শ্রমিকদের দিয়ে তৈরি করানো হয়েছে। 'অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট' নামের একটি সংস্থা সম্প্রতি দাবি করেছে, চীনা ফ্যাক্টরিগুলোতে প্রায় ৮০ হাজার উইঘুর মুসলিমকে দিয়ে জোর করে শ্রমিকের কাজ করানো হচ্ছে। ২০১৭ থেকে ২০১৯-এর মধ্যে ওই শ্রমিকদের নিজের বাড়ি বা ডিটেনশন সেন্টার থেকে নিয়ে এসে চীনের সুদূর প্রান্তে কাজে লাগানো হয়েছে। কেউ কাজ করতে রাজি না হলে চরম নির্যাতন চালানো হচ্ছে তাদের ওপর। 


 এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে অস্ট্রেলিয়ায়। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই সাফ বলেছেন, চীন থেকে ফেসমাস্ক আমদানি করলে সেগুলো তৈরির স্বচ্ছতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। কোনো চীনা সংস্থার ওপর জোর করে মজদুরি করানোর অভিযোগ থাকলে সেগুলো থেকে যেন কোনো পণ্য কেনা না হয়। করোনা মহামারির আবহে অস্ট্রেলিয়ায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ফলে সে দেশে মাস্কের চাহিদা বেড়েই চলেছে। তাই বর্তমানে চীনের কাছে লোভনীয় বাজার হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। উল্লেখ্য, পশ্চিম চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর এক দশক ধরে অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে চীনা কমিউনিস্ট সরকার। চীনের সেনাবাহিনী ও পুলিশ উইঘুর মুসলিমদের মানবাধিকার এবং ন্যূনতম স্বাচ্ছন্দ্যটুকুও কেড়ে নিয়েছে। নিজ ধর্ম পালনের অধিকারটুকুও তাদের নেই। সম্প্রতি আমেরিকা, ব্রিটেনসহ একাধিক দেশ উইঘুর মুসলিমদের নিপীড়ন নিয়ে সরব হয়েছে। কিন্তু কিছুতেই চীনা সরকারের নীতি যে বদলানোর নয়, তা স্পষ্ট।
Blogger দ্বারা পরিচালিত.