'আমাদের সৈন্য মরেছে কেউ যেন জানতে না পারে', গালওয়ানে নিহত চিনা সেনাদের শেষকৃত্য এক মাসেও হয়নি!
Odd বাংলা ডেস্ক: লাদাখের গালওয়ানে ভারত-চিনা সেনা সংঘর্ষের পরে এক মাস কেটে গেছে। কিন্তু এখনো নিহত সেনা সদস্যদের অন্ত্যষ্টি করেনি বেইজিং! একটি মার্কিন গোয়েন্দা সূত্রে এই তথ্য জানা গেছে। বলা হয়েছে, নিহত চিনা সেনাদের অন্ত্যেষ্টি সংক্রান্ত কোনো অনুষ্ঠান না-করার জন্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিজনদের চাপ দেওয়া হচ্ছে!
মার্কিন রিপোর্ট অনুযায়ী, ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে অন্তত ৩৪ জন চিনা সেনার মৃত্যু হয়েছে। স্থানীয় ব্যাটালিয়ন কমান্ডার-সহ কিছু সেনার মৃত্যুর খবর মেনে নিলেও বেইজিং নিহতদের প্রকৃত সংখ্যাটা এখনো জানায়নি। সরকারি ভাবে নিহতদের নামধামও প্রকাশ করা হয়নি।
এই পরিস্থিতিতে সে দেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শি জিনপিং সরকারের সমালোচনাও হয়েছে। কত জন সেনা নিহত, তাদের দেহ কোথায় রয়েছে, শেষকৃত্য হয়ে গেছে কি না, সে সব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
বিশেষত বিদেশে বসবাসকারী চিনা নাগরিকদের একাংশ সরাসরি শাসক কমিউনিস্ট পার্টি এবং সরকারের কণর্ধারদের নিশানা করে বলছেন, 'কিভাবে নিহত সেনাদের সম্মান করতে হয়, তা ভারতকে দেখে শিখুন।'
ভারতের পক্ষ থেকে সংঘর্ষের পরেই ২০ সেনার মৃত্যুর খবর প্রকাশ করা এবং 'মন কি বাত' অনুষ্ঠানে নিহত সেনাদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধা নিবেদনের প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়।
Post a Comment