অগাস্ট মাস থেকে খুলে দেওয়া হতে পারে সিনেমাহল, সুপারিশ করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক


Odd বাংলা ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ জানিয়েছে যে, আগামী অগাস্ট মাস থেকে সারা দেশের সিনেমা হলগুলি খুলে দেওয়ার অনুমতি দেওয়া হোক। শুক্রবার সিআইআই মিডিয়া কমিটির সঙ্গে একান্ত আলাপচারিতায় এমনই ইঙ্গিত দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে। 

খারে জানিয়েছেন, তিনি সুপারিশ করেছেন যে আগামী ১ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে যারা সারা দেশের বিভিন্ন প্রান্তের সিনেমাহলগুলি চালু করার অনুমতি দেওয়া যায়। তবে সিনেমা হলে যাতে সংক্রমণ না ছড়ায়, এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখা যায়, তা নিশ্চিত করতে, তবে সিনেমা হল থেকে যাতে করোনা সংক্রমণ ছড়াতে না পারে, তা নিশ্চিত করতে প্রথম সারিতে দুই দর্শকের মধ্যে একটি করে আসন ফাঁকা রাখার এবং তার ঠিক পিছনের সারিটি পুরোটাই ফাঁকা রাখাক কথা বলা হয়েছে। এই নিয়ম মেনেই পুরো হলের সিটিং অ্যারেঞ্জমেন্ট সাজাতে বলা হয়েছে হল কর্তৃপক্ষকে। তবে এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সোনির সিইও এনপি লিং, ম্যাডিসনের সাম বালসারা, ডিসকভারির মেঘা টাটা, আমাজন প্রাইমের গৌরভ গান্ধী, টুইটারের মনিশ মাহেশ্বরী প্রমুখ। তবে এই বৈঠকে যেসব হল মালিকরা উপস্থিত ছিলেন, তাঁরা কিন্তু এমন নির্দেশিকা মানতে নারাজ। তাঁদের দাবি, আসন সাজানোর এই ফর্মুলা একেবারেই মানা সম্ভব নয়। তাঁদের দাবি হলের মোট আয়তনের মাত্র ২৫ শতাংশ দর্শক দিয়ে হল চালু করা হলে বর্তমানের চেয়েও বেশি লোকসান হবে। 
Blogger দ্বারা পরিচালিত.