অগাস্ট থেকে বাজারে আসছে করোনার ওষুধ 'সিপ্লেনজা', দাম মাত্র ৬৮ টাকা
Odd বাংলা ডেস্ক: ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার অনুমোদন পেল ভারতীয় সংস্থা 'সিপলা'। এবার এই সংস্থা নির্মাণ করবে করোনার ওষুধ 'ফ্যাভিপিরাভির', যা মৃদু এবং মাঝারি মাত্রার করোনার সংক্রমণের চিকিৎসা করার জন্য এই ওষুধ ব্যবহার করা যাবে। জানা গিয়েছে, সংস্থার নিজস্ব ব্র্যান্ড 'সিপ্লেনজা' নামে বাজারে নিয়ে আসা হবে। আরও জানা গিয়েছে আগামী মাসের প্রথম দিকেই ভারতের বাজারে মিলবে এই ওষুধ।
সিপলা-র তরফে জানানো হয়েছে, ফ্যাভিপিরাভির মূলত মৃদু এবং মাঝারি পর্যায়ের করোনা সংক্রমণে ব্যবহার করা হয়। এতে রোদী দ্রুত সেরেও ওঠেন। জানা গিয়েছে বাজারে এলে ওষুধটি প্রথমে করোনা অধ্যুষিত হাসপাতাল এবং ওষুধের দোকানে সরবরাহ করা হবে। প্রতিটি ট্যাবলেটের দাম হবে ৬৮ টাকা করে।
সিপলা এবং সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজির যৌথ উদ্যোগে স্লিপেনজা ওষুধটি তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগও এই দুই সংস্থা দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কম দামে ওষুধ তৈরি করে নজির গড়েছে। প্রসঙ্গত এই ওষুধটি বিশ্বের একাধিক দেশে উপলব্ধ। সাধারণ ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় ব্যবহার করা হলেও এই ওষুধটি মৃদু করোনার সংক্রমণ নিরাময় সম্ভব।
Post a Comment