খাঁটি সোনার সুতো দিয়ে মাস্ক সেলাই করেছেন স্বর্ণকার, একটির দাম প্রায় ৩ লক্ষ টাকা!
Odd বাংলা ডেস্ক: সারা দেশ যখন করোনার আতঙ্কে জর্জরিত তখন সোনার সুতো দিয়ে মাস্ক বানিয়ে সংবাদ শিরোনামে উঠে এলেন কোয়েম্বাটোরের এক স্বর্ণকার। খাঁটি সোনা এবং রুপোর সুতো দিয়ে তিনি তৈরি করেছেন ওই মাস্ক। নেটিজেনরা এই খবর পাওয়ার পর কার্যত হয়রান হয়ে গিয়েছেন এটা ভেবেই যে, কে বা কারা কিনছে এই মাস্ক!
সংবাদ সংস্থা এএনআই-তে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে রাধাকৃষ্ণন সুন্দরম আচার্য নামনে ওই স্বর্ণকার নিজে ওই মাস্কের ডিজাইন তুলেছেন। খাঁটি সোনা এবং রুপোর সুতো দিয়ে সেলাই করে তৈরি করা হয়েছে এই মাস্ক। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং মাস্ক পরার গুরুত্ব বোঝাতেই তিনি এই বিশেষ মাস্ক তৈরি করেছেন।
Tamil Nadu: Radhakrishnan Sundaram Acharya, a goldsmith from Coimbatore has designed masks using gold & silver strings. He says,"the gold mask has been made using 18-carat gold which costs Rs 2.75 lakhs& the silver mask costs Rs 15,000. Around 9 orders have been confirmed so far" pic.twitter.com/HJDIBrfDTd— ANI (@ANI) July 19, 2020
প্রত্যেকটি সোনার মাস্ক তৈরি করা হয়েছে ১৮ ক্যারেট সোনা দিয়ে, যার প্রতিটির দাম ২ লক্ষ ৭৫ হাজার টাকা! আর রুপোর মাস্কের দাম ১৫ হাজার টাকা প্রতি পিস। তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত ৯টি মাস্ক তৈরির অর্ডার পেয়েছেন। তিনি অবশ্য এও বলেছেন যে, 'আমি জানি যে, সাধারণ মানুষের এই মাস্ক কেনার সামর্থ হবে না, তবে ধনী মানুষরা তাঁদের রাজকয় বিয়েতে এই মাস্ক পরার ক্ষমতা রাখেন।'
Post a Comment