অগাস্ট মাসে একাধিক দিন সম্পূর্ণ লকডাউন, আজই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন
Odd বাংলা ডেস্ক: রাজ্যে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি গোটা অগাস্ট মাসজুড়ে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে কিছু কিছু দিন রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষা করলেন মুখ্যমন্ত্রী।
আগের ঘোষণা মোতাবেক আগামীকাল সম্পূর্ণ লকডাউন থাকছেই। সেইসঙ্গে নয়া ঘোষণা মোতাবেক নতুন করে সম্পূর্ণ লকডাউন থাকছে অগাস্ট মাসের ২ (রবিবার), ৫ (বুধবার, ৮ (শনিবার), ৯ (রবিবার), ১৬ (রবিবার), ১৭ (সোমবার), ২৩ (রবিবার) ২৪ (সোমবার), ৩১ (রবিবার)। মাসের প্রত্যের রবিবার করে বাধ্যতামুলকভাবে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।
বকরি ইদ এবং স্বাধীনতী দিবসের জন্য কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তালিকা অনুযায়ী, আগামী ৩১ অগাস্ট পর্যন্ত প্রত্যেক শনি ও রবিবার লকডাউনের ঘোষণা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, করোনার আতঙ্কে ডেঙ্গুকেও ভুলে গেলে হবে না। বাড়ির আনাচে-কানাচে কোথাও জল জমতে দেবেন নয়। তিনি আরও বলেন, পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, অগাস্ট মাসে যদি করোনা নিয়ন্ত্রণে আসে, তাহলে আগামী ৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণাণের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বিকল্প দিনে (alternative) স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানের পঠন-পাঠন শুরু করার কথা ভাবা যেতে পারে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, করোনার আতঙ্কে ডেঙ্গুকেও ভুলে গেলে হবে না। বাড়ির আনাচে-কানাচে কোথাও জল জমতে দেবেন নয়। তিনি আরও বলেন, পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, অগাস্ট মাসে যদি করোনা নিয়ন্ত্রণে আসে, তাহলে আগামী ৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণাণের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বিকল্প দিনে (alternative) স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানের পঠন-পাঠন শুরু করার কথা ভাবা যেতে পারে।
Post a Comment