অযোধ্যায় রামমন্দিরের নির্মাণকাজ শুরু হলেই শেষ হবে করোনা মহামারি, দাবি বিজেপি নেতার
Odd বাংলা ডেস্ক: ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার প্রতিদিনই পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে ২০২১-এর শুরুর আগে কোভিড ভ্যাকসিন বাজারে আসা সম্ভব না। আরও জানানো হয়েছে, আপাতত এই ভাইরাসের কবল থেকে মুক্তি নেই। আর এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশ বিধানসভার প্রাক্তন স্পিকার তথা বিজেপি নেতা রামেশ্বর শর্মা মনে করছেন যে, অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনাভাইরাস মহামারির কবল থেকে মুক্তি পাওয়া যাবে।
সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, 'ভগবান রাম মানবজাতির কল্যাণ এবং রাক্ষসদের হত্যা করার জন্য পুনঃজন্ম নিয়েছিলেন। রাম মন্দির নির্মাণ শুরু হওয়ার সাথে সাথে কোভিড মহামারিরও ধ্বংস শুরু হবে' তিনি আরও বলেন, 'কেবল ভারত নয়, গোটা বিশ্ব করোনভাইরাসের কারণে ভুগছে। আমরা কেবল সামাজিক দূরত্ব বজায় রাখছি না, আমাদের পবিত্র ব্যক্তিত্বদেরও স্মরণ করছি। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে রাম মন্দির তৈরি হবে।'
প্রসঙ্গত, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। তিনি আরও বলেন যে অনুষ্ঠানে সামাজিক-দূরত্বের নিয়মাবলী নিশ্চিত করা হবে এবং ২০০-এর বেশি মানুষ এই অনুষ্ঠানে অংশ নেবেন না। অন্যদিকে ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজো করাটা ঠিক হবে না, ওই দিনটিকে অশুভ বলে জানিয়েছেন শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী।
Post a Comment