হাসপাতালে ফাটাফাটি নাচ করোনা রোগীদের



Odd বাংলা ডেস্ক: করোনার মাঝেই দিব্যি নাচগানে মন ভোলাচ্ছে এই হাসপাতালের রোগীরা। কর্ণাটকের বেরালি ডেন্টাল কলেজের ঘটনা। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, সেখানেই এ দিন বলিউডের গানের তালে তালে নাচে মেতে ওঠেন উপসর্গবিহীন করোনা রোগীরা। তাদের সঙ্গে নাচে যোগ দেন চিকিৎসকরাও। করোনা বিধি মেনেই এই নাচের আসর বসানো হয়েছিল হাসপাতালের ফ্লোরে। ১৯ জুলাই ভিডিওটি শেয়ার করার পর এক লাখেরও বেশি মানুষ সেই ভিডিওটি দেখেছেন। করোনা কি আমারো প্রাণ নেবে? এই প্রশ্নটি যখন প্রতিটি সুস্থ মানুষকেও প্রতি মুহূর্তে উদ্বিগ্ন করে রাখছে, তখন করোনা রোগীদের এই ভিডিও অক্সিজেন জুগিয়েছে সন্ত্রস্ত সাধারণ মানুষের মনে। উল্লেখ্য, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৫৬ হাজার ১৮৯ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯ জনের। বহু মানুষেরই আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে এই সময়ে। নেটিজেনরা বলছেন একদিকে কভিড যোদ্ধাদের স্ট্রেস কাটানো, অন্যদিকে কভিড আক্রান্তদের ভরসা দেওয়া, দু’টি কাজই সাফল্যের সঙ্গে করেছেন এই করোনা রোগীরা।
Blogger দ্বারা পরিচালিত.