মাত্র ৩ দিনে ৭ লক্ষ থেকে ৮ লক্ষের কোটা ছাড়িয়ে গেল দেশের করোনা আক্রান্তের সংখ্যা!
Odd বাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ লক্ষের গন্ডি ছাড়াল। মাত্র তিনদিনে সাত লক্ষ থেকে বেড়ে আট লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮ লক্ষ ১ হাজার ২৮৬। সারা দেশের মধ্যে সর্বাধিক কেস রেকর্ড হয়েছে মহারাষ্ট্রে, সেখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৫৯৯। এরপরেই রয়েছে তামিলনাড়ু, সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ২৬১। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি, সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ৫১।
করোনা চিকিৎসার জন্য রেমিডিসিভির এবং টোসিলিজুমাব-এর মতো প্রাণদায়ী ওষুধের ঘাটতি রয়েছে দেশের মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্থ রাজ্য মুম্বইয়ে। যদিও রাজ্য সরকারের তরফে ওষুধের ঘাটতি সামলানোর যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, সারা বিশ্বে করোনা বিধ্বস্থ দেশগুলির মধ্যে ভারত এখন তিন নম্বর স্থানে অবস্থান করছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
সারা দেশজুড়ে যেভাবে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর সেইজন্যই পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে সারা সমস্ত রাজ্যের সুস্থতার হার ঘোষণা করে দেওয়া হয়েছে দেখে নিন সেই তালিকা।
Post a Comment