দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ছাড়াল, ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষেরও বেশি মানুষ


Odd বাংলা ডেস্ক: সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের গণ্ডি পেরোনোর মাত্র ৪দিন পরেই সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ছাড়াল। প্রতিদিন রেকর্ড সংখ্যায় মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, যার ফলে সারা বিশ্বের মধ্যে করোনা বিধ্বস্থ দেশগুলিত তালিকায় তিন নম্বরে অবস্থান করছে ভারত। মঙ্গলনার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে, শেষ একদিনে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা হল ২২ হাজার ২৫২। পাশাপাশি একদিনে মারা গিয়েছেন ৪৬৭। 

এরফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ৭ লক্ষ ১৯ হাজার ৬৬৫। পাশাপাশি করোনা মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ২০ হাজার ১৬০। সারা দেশে এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ লক্ষ ৩৯ হাজার ৯৪৮ জন। করোনার কবল থেকে সুস্থ হয়ে ওঠার হার সারা দেশে ৬১.১৩ শতাংশ। 

সারা দেশের মধ্যে সবচেয়ে করোনায় ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্র। এরপর তালিকায় রয়েছে, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক। 
Blogger দ্বারা পরিচালিত.