করোনার গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে এগোচ্ছে এই রাজ্য, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, জানাল প্রশাসন


Odd বাংলা ডেস্ক: দিনে দিনে রেকর্ড মাত্রায় সংক্রমণ বাড়ছে করোনার। কর্ণাটকে করোনার প্রাদুর্ভাব দিনে দিনে যেভাবে বাড়ছে তাতে করে, একটু একটু করে গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে কর্ণাটক। টুমকুর জেলা ইন-চার্জ তথা মন্ত্রী জেসি মধুস্বামী জানিয়েছেন, রাজ্য প্রশাসন সাম্প্রতিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। 

জানা গিয়েছে, টুমকুর কোভিড হাসপাতালে ভর্তি আটজন করোনা রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সুস্থ হওয়ার কোনও লক্ষণই নেই বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন। সংবাদ সংস্থা এএনআই-তে জেসি মধুস্বামী জানিয়েছেন, তাঁদের আশঙ্কা কর্ণাটকে হয়তো করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, 'আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে জেলা কর্তৃপক্ষের তরফে এটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা সত্ত্বেও, নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। পরিস্থিতি যেন হাতের বাইরে চলে যাচ্ছে।'

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জারি হওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, কর্ণাটকের কোভিড-১৯-এর আক্রান্তের সংখ্যা ২৫,০০০ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৪০০-রও বেশি।
Blogger দ্বারা পরিচালিত.