কুরবানির আগে ছয়তলা ভবনের ছাদ থেকে গরু উদ্ধার



Odd বাংলা ডেস্ক: ছয়তলা ভবনের ছাদ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। বর্তমানে কেজি হলি পুলিশ স্টেশনে গরুটি রাখা আছে। প্রাণীদের অধিকার নিয়ে কাজ করা সুনিল দুগার বলেছেন, এ ব্যাপারে মামলা হয়েছে। গরুটি ভবনের ছাদে লুকিয়ে রাখা ছিল। গরুটি হত্যা করার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন তিনি। তবে তিনি দাবি করেন, আমরা যখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ওই ভবনের ছাদে পৌঁছি, গরুটির মালিকের দাবি ছিল- গরুটি বড় করার জন্য কিনেছি। অবশ্য গরুর মালিকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে উদ্ধারে নামে পুলিশ। বর্তমানে থানার একপাশে রাখা আছে গরুটি। যদিও এ ব্যাপারে কাউকে গেপ্তার করেনি পুলিশ। দুগার চান, গরুর মালিকের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগে মামলা নিক পুলিশ। কিন্তু পুলিশ যে মামলা নিয়েছে, তাতে ৬০ রুপি জরিমানা হতে পারে। এ জন্য মনঃক্ষুণ্ন তিনি।
Blogger দ্বারা পরিচালিত.