টিকটকের থেকেও উন্নত শর্ট ভিডিও দেশীয় অ্যাপ ‘জোশ’, নেপথ্যে ডেইলিহান্টের ভরসা



Odd বাংলা ডেস্ক: ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর থেকেই এর ব্যবহারকারীরা এর বিকল্প খুঁজছেন। বেশ কয়েকটি সংস্থা চেষ্টা করেছিল এই বিকল্প অ্যাপ বের করতে। কিন্তু তার মাঝে সবচেয়ে অত্যাধুনিক অ্যাপ নিয়ে হাজির হল আপনার আমার চেনা নিউজ অ্যাপ কোম্পানি ডেইলিহান্ট।

চলে এসেছে টিকটকের বিকল্প অ্যাপ ‘Josh’। এই অ্যাপটি সম্পূর্ণ একটি ভারতীয় অ্যাপ্লিকেশন, যার নির্মাতা Dailyhunt নিউজ অ্যাপ। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে, বাজারে এত টিকটকের বিকল্প থাকতে ‘জোশ’ কি এমন বৈশিষ্ট্য নিয়ে এসেছে যে অন্যান্য সমস্ত অ্যাপকে টেক্কা দিতে পারে? তাহলে আসুন জেনে নিই ‘Josh’ অ্যাপের খুঁটিনাটি।

প্রথমেই বলি জোশ একটি ভারতীয় অ্যাপ, তাই আপনি যদি নতুন কোনো দেশীয় টিকটক বিকল্প খুঁজে থাকেন তাহলে ‘জোশ’ আপনার পছন্দের তালিকায় থাকবে। এই অ্যাপটি প্লে স্টোর ও অ্যাপ স্টোরে উপলব্ধ। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি দশ হাজারের বেশি মানুষ ডাউনলোড করেছেন, এবং এটি ৪.২ রেটিং পেয়েছে। এই অ্যাপে আপনারা সংক্ষিপ্ত ভিডিও বানাতে বা ডাউনলোড করতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরণের ট্রেন্ডিং ভিডিও দেখতে পারবেন এবং আপনার পছন্দের ভিডিওগুলি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। টিকটকের মতই এই অ্যাপে লিপ সিঙ্ক করা যাবে এবং ইমোটিকন, ফিল্টার এফেক্ট, স্টিকারের মত আরো কিছু স্পেশাল ফিচার ব্যবহার করার সুযোগ রয়েছে। এতে স্ট্যাটাসের জন্য আলাদা ভিডিও সেকশনও উপলব্ধ।
Blogger দ্বারা পরিচালিত.