ভুয়ো করোনা রিপোর্ট বানিয়ে হিমাচল প্রদেশ ঘুরতে গেলেন যুগলে, অতঃপর...
Odd বাংলা ডেস্ক: ভুয়ো করোনা রিপোর্ট দেখিয়ে হিমাচল প্রদেশের ধর্মশালায় ঘুরতে গেল দম্পতি। এরপর তাঁদের খুঁজে বের করে হিমাচল প্রদেশের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠান হয়েছে বলে খবর। কাঙ্গরার পুলিশ সুপার বিমুক্ত রঞ্জন জানিয়েছেন, দিল্লির এক যুগল ভুয়ো করোনার রিপোর্ট তৈরি করে, (যেখানে লেখা ছিল তারা করোনা নেগেটিভ) তা নিয়ে পৌঁছে যায় ধর্মশালায়। এরপর তাঁদের পাকড়াও করে সেখানকার একটি কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে আইসোলেশনে রাখা হয়েছে। তবে তাঁরা কোভিড পজেটিভ কি না তা এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর, তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। এবং আদালতের নির্দেশ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানা গিয়েছে যে, গত ৮ জুলাই হিমাচল প্রচেশের সীমান্তে একজন চিনা নাগরিককেও আটকানো হয়েছিল। হিমাচল প্রদেশের সীমান্ত কালোহায় ওই চিনা নাগরিককে আটকানো হয় বলে খবর। পর্যটক হিসাবে সেখানে ভ্রমণ করতে এসেছিলেন বলে জানান তিনি। এরপর তাঁর কাছ থেকে যখন কোভিড-১৯ সার্টিফিকেট এবং অগ্রিম হোটেল বুকিং-এর কাগজপত্র দেখতে চাওয়া হয়, তখন তা দেখাতে পারেননি তিনি।
Post a Comment