জানতেন কি, আপনার হাতের তালুর রঙ বলে দিতে পারে আপনি কেমন চরিত্রের মানুষ


Odd বাংলা ডেস্ক: জানেন কি, হাতের রেখা দেখে যেমন ভাগ্য নির্ধারণ করা যায়। তেমনই হাতের তালুর রং দেখেই বোঝা যায় সেই ব্যক্তির চরিত্র কেমন। সমুদ্রশাস্ত্র অনুযায়ী, হাতের রঙ দেখে ভবিষ্যতও গণনা করা যায়। 

এক ঝলকে দেখে নিন হাতের রঙ কেমন হলে তা কীসের ইঙ্গিত দেয়- 

লাল- এরা চট করে রেগে যান, একটু ক্ষ্যাপাটে হয়ে থাকেন। বিশ্বাসযোগ্য হন না। তবে এঁরা কাজ ভাল করেন।

নীল- এরা শারীরিক ভাবে দুর্বল হন। এঁদের জীবনে দারিদ্র নেমে আসে। 

হলুদ- হাতের তালু যদি হলুদ রংয়ের হলে বুঝতে হবে সেই ব্যক্তি শারীরিক ভাবে সুস্থ নেই। এছাড়া এই ব্যক্তিরা বিপরীত লিঙ্গের প্রতি সহজেই খুব আকৃষ্ট হন। 


গোলাপি- এঁদের মধ্যে মূল্যবোধ প্রবল। এঁরা খুবই কর্মঠ এবং দয়ালু ও বিনয়ী হন। কিন্তু এঁদের কথা কেউ না শুনলে এঁরা খুব রেগে যান। গাঢ় গোলাপি রঙয়ের হাতের তালুর অধিকারীরা জীবনে খুব সুখী হন। 

সাদা- রক্তাল্পতার জন্য হাতের তালুর রঙ সাদা হয়। এছাড়াও যাঁদের হাতের তালুর রঙ সাদা হয়, তাঁদের মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি প্রকটভাবে থাকে। এঁরা একা থাকতে পছন্দ করেন এবং এঁরা সাধারণত শান্ত স্বভাবের হন। কোনও কিছু নিয়েই অতিরিক্ত উত্তেজিত হন না। এঁদের মধ্যে মনযোগের অভাবের কারণে অর্থাভাবও দেখা দিয়ে থাকে।

হাতের তালুতে কালো ছোপ- যাঁদের হাতের তালুতে কালো কালো ছোপ থাকে তাঁদের ব্যবহার খুব খারাপ হয়। এঁরা প্রায়ই নেশাগ্রস্ত হয়ে পড়েন।
Blogger দ্বারা পরিচালিত.