মহাদেবের এই রুদ্রমূর্তিগুলির কথা জানুন এবং শ্রাবণ মাসে স্মরণ করুন, জীবনের ভার লাঘব হবে
Odd বাংলা ডেস্ক: বলা হয় শ্রাবণ মাস হল শিবের মাস। এই মাসে শিবের উপাসনা এবং তাঁকে স্মরণ করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হিন্দু পুরাণ অনুসারে শিব সংহারকর্তাও বটে। বিশ্বাস করা হয় এই উগ্রমূর্তি শিবের উপাসনা ও স্মরণ করলে মানুষ যে কোনও ভার থেকে মুক্ত হতে পারে। উগ্রমূর্তি শিব আরও অনেক নামে পরিচিত। রুদ্র, ভৈরব, কঙ্কাল ও সংহারমূর্তি-জাতীয় নামে শিব বার বার পৃথিবীকে কলুষমুক্ত করেছেন। এখানে রইল মহাদেবের বিভিন্ন উগ্রমূর্তির বিবরণ। এর যে কোনও একটিকে স্মরণ করলেই মুক্তি পাওয়া সম্ভব।
ত্রিপুরান্তকমূর্তি- অন্ধকাসুরের পুত্রদের স্বর্ণমণ্ডিত রাজধানী ধ্বংস করেন।
শরভেশমূর্তি- বিষ্ণুর নৃসিংহাবতারকে ধ্বংস করেন শিব এই মূর্তি ধারণ করেন।
কালারিমূর্তি- এই উগ্রমূর্তিতে শিব তাঁর একান্ত ভক্ত মার্কণ্ডেয়কে রক্ষা করতে যমকে পরাস্ত করেন।
কঙ্কাল-ভৈরব- এই রূপ ধরে শিব ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করেন।
গজাসুর বধ মূর্তি- নামেই বোঝা যায়, এই মূর্তিতে তিনি গজাসুর নামক ভয়ানক অসুরকে বধ করেছিলেন।
কামান্তকমূর্তি- এই রূপে মহাদেব কামদেব মদনকে ভস্ম করেছিলেন।
অন্ধকাসুর-বধ মূর্তি- অন্ধকাসুর বধের কালে তিনি এই সংহারমূর্তি ধারণ করেন। পরে অন্ধকাসুর শিবের অনুচর ভৃঙ্গীতে পরিণতি লাভ করেন।
ভৈরবমূর্তি- তন্ত্রের উপাস্য শিবরূপ। এই রূপ শ্মশানচারী শিবের।
Post a Comment