কুকুরকে ধর্ষণ, পায়ুপথে মিলনের ফলে অসুস্থ সারমেয়, ঘটনা ভারতেরই
Odd বাংলা ডেস্ক: মহারাষ্ট্রের থানেতে ঘটল যৌন অত্যাচারের ভয়ঙ্কর ঘটনা। এক ব্যক্তি ধর্ষণ করল একটি কুকুরকে! কুকুরের আর্তনাদে চারিদিক থেকে ছুটে এলেন স্থানীয় মানুষেরা। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। এদিন এলাকার একদল পশুপ্রেমী রাস্তার কুকুরদের খাবার পৌঁছে দেওয়ার কাজ করছিল। ঘটনাস্থলে তাঁরা পৌঁছান বিকেলে। সেখানেই হঠাৎ ফুট ব্রিজের তলা থেকে তাঁরা একটি কুকুরের তীব্র আর্তনাদের শব্দ শুনতে পান। পরে ছুটে গিয়ে দেখেন, ওই ব্যক্তি ধর্ষণ করছে কুকুরটিকে। লোকজন জড়ো হয়ে যাওয়ায় অভিযুক্ত পালাতে চেষ্টা করে।
কিন্তু তাকে ধরে ফেলেন ওই পশুপ্রেমী দলের সদস্যরা। আহত কুকুরটিকেও উদ্ধার করা হয়।
পশুপ্রেমী সংগঠনের সদস্য অদিতি নায়ারের অভিযোগ, প্রথম থেকেই তাঁরা বিশেষ পাত্তা দেয়নি ঘটনার। তারপর পুলিশ কমিশনারকে পুরো বিষয়টি জানানো হয়। তিনি স্থানীয় থানাকে ফোন করে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই মতো কাজ শুরু করে স্থানীয় থানা।
ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ৪০ বছরের ওই ব্যক্তির বাড়ি একই এলাকাই। দিন মজুরের কাজ করে উপার্জন করে। ঘটনার দোষ স্বীকার করেছে অভিযুক্ত। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা ও ১১-এ সেকশনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
Post a Comment