সুশান্তকে শিকল দিয়ে বেঁধে রাখত রিয়া, অবশেষে FIR দায়ের ছেলে হারানো পিতার



Odd বাংলা ডেস্ক: একমাত্র ছেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটাও কথা বলেননি বাবা কেকে কিং। পুরোপুরি নির্বাক থেকে নিজের হাতে শেষকৃত্যের যাবতীয় কাজ সামলেছেন। প্রায় ১০ দিন পর নীরবতা ভেঙে বলেছিলেন, তিন বছর ভগবানের কাছে কঠিন ব্রত রাখার পর অবশেষে তাঁরা সুশান্তকে কোলে পেয়েছিলেন। 

ছোট থেকেই অসম্ভব প্রতিভাবান তাঁর ছেলে। পড়াশোনা থেকে খেলাধূলো সবেতেই ছিল চ্যাম্পিয়ন। ছেলে মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছে বলে বিশ্বাসই করেননা বাবা। বলেছিল,'সামনে ছবির কাজ আছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিয়ের কথা ভাববে'। এমনকী সুশান্তের মৃত্যুর পর মুম্বই পুলিশ যখন তাঁকে জিগ্গেস করেছিল, 'তাঁর কারের বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কিনা, তখন তিনি বলেছিলেন না, কোনও অভিযোগ নেই'।

২৬ জুলাই পটনা থানায় সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা। রিয়ার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির জামিন অযোগ্য (৩০৬, ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৪২০) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সুশান্তের বাব। 

তাঁর কথায় রিয়ার প্রথম থেকেই নজর ছিল তাঁর ছেলের অর্থ এবং সম্পত্তির দিকে। সুশান্তের ক্রেডিট কার্ড ব্যবহার করে শপিং আর বিদেশ ভ্রমণই নয় জোর করে খুলিয়েছিলেন তিনটি কোম্পানি। আর সেই তিনটি কোম্পানির অংশীদার রিয়া এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তী। সৌভিককেও ইতোমধ্যে জেরা করেছে মুম্বই পুলিশ। এছাড়াও সুশান্তকে জোর করে বান্দ্রার এই বিলাসবহুল ফ্ল্যাটে শিফট করান রিয়া। 

তা কিন্তু প্রথমে সুশান্তের বাড়ির লোকও জানতেন না। মার্চ মাসে হঠাৎ করেই সুশান্তের এক বিশ্বস্ত দেহরক্ষীকে সরিয়ে দেন রিয়া। সমস্যা করেন সুশান্তের কর্মচারীদের সঙ্গেও। সুশান্ত মানসিক সমস্যায় ভুগলে কিছুতেই তাঁকে চিকিৎসকের কাছে বা বাড়ির লোকের কাছে জানাতে দিতে চাননি রিয়া। সুশান্ত কার সঙ্গে মিশবেন বা কথা বলবেন তা ঠিক করত রিয়ার পরিবার। 

সুশান্তের ফ্ল্যাটের যাবতীয় দায়িত্ব জোর করে নিজের ঘাড়ে তুলে নিয়েছিল রিয়া। এমনকী বাড়ি থেকে বেশ কিছু জিনিস সরিয়ে নিয়েছে বলে অভিযোগ সুশান্তের বাবার। পরিবারের সঙ্গে সুশান্তের ভালো যোগাযোগ থাকুক এমনটা চাইত না রিয়া। সুশান্তকে চেন দিয়ে বেঁধে রাখতেন তিনি এমনও অভিযোগ করেছে সুশান্ত ঘনিষ্ঠরা।
Blogger দ্বারা পরিচালিত.