শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করুন এই নিয়মে, পূরণ হবে মনের সব ইচ্ছে


Odd বাংলা ডেস্ক: আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই শ্রাবণ মাসের পাঁচটি সোমবার ভক্তিভরে মহাদেবের পুজো করুন। সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের প্রতি সোমপবার দেবাদিদেবের পুজো করলে সকলের মনোষ্কামনা পূরণ হয়। কীভাবে করবেন দেবাদিদেবের পুজো, জেনে নিন-

  • সোমবার সকাল সকাল উঠে তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে মন্দিরে গিয়ে মহাদেবের জলাভিষেক করুন।
  • মাতা পার্বতী এবং নন্দীকেও গঙ্গাজল ও দুধ অর্পণ করুন।
  • পঞ্চ অমৃত দিয়ে শিবের অভিষেক করুন এবং বেলপাতা দিতে ভুলবেন।
  • শিবলিঙ্গে ধুতরা, ভাঙ, চন্দন এবং চাল অর্পণ করুন এবং সকল দেবী-দেবতাকে তিলক লাগান।
  • প্রসাদ হিসেবে মহাদেবকে ঘি এবং চিনি অর্পণ করুন।
  • ধূপ-দীপ দিয়ে গণেশের আরতি করুন।
  • সবশেষে শিবের আরতি করুন।
তবে শিবের পুজোয় কেতকী ফুল এবং তুলসী পাতা কিন্তু কখনওই ব্যবহার করবেন না। 
Blogger দ্বারা পরিচালিত.