সুইচবোর্ডে ডিম পেড়েছে পাখি, ৩৫দিন ধরে অন্ধকারে নিমজ্জিত তামিলনাড়ুর গোটা গ্রাম
Odd বাংলা ডেস্ক: তামিলনাড়ুর একটি গ্রাম প্রায় ৩৫দিন ধরে অন্ধকারে। কারণটা, সাধারণ কোনও বিদ্যুৎ বিভ্রাট নয়, এমনকি কোনও প্রাকৃতিক বিপর্যয়ও নয়। বরং এমন একটা কারণ, যা পড়লে আপনার ঠোঁচের কোণায় একটুকরো হাসি ফুটে উঠবে। আপনি মানতে বাধ্য হবেন, মানুষের মধ্যে এখনও মানবিকতা বেঁচে রয়েছে।
তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার এক গ্রামে মোট ৩৫টা স্ট্রিটলাইট রয়েছে। কিন্তু এই লাইটগুলির সুইচগুলি সংযুক্ত রয়েছে একটি সুইচ বোর্ডের মধ্যেই। এ কারুপ্পুরাজা নামে ২০ বছরের এক কলেজছাত্রী দেখতে পায় সুইচ বোর্ডের মধ্যেই একটি ছোট দোয়েল পাখি সেখানে একটি বাসা বানিয়েছে এবং তাতে সবুজাভ-নীল রঙের তিনটি ডিম পেড়েছে। তখন সে মনে মনে ঠিক করে যেভাবেই হোক পাখির ডিম ফুটে ছানা না হওয়া পর্যন্ত তাদেরকে সেখান থেকে সরানো যাবে না।
#TamilNadu village goes without streetlights for 35 days to make home for bird and its chicks pic.twitter.com/MyQv62GLO0— TOIChennai (@TOIChennai) July 23, 2020
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ওই কলেজ ছাত্রী জানান, এরপর সে গ্রামের লোকেদের নিয়ে একটি হোয়াটঅ্যাপ গ্রুপ তৈরি করে এবং গ্রামের মানুষদের সঙ্গে পাখিটির গল্প ভাগ করে নেয়। এরপর তারা সকলে মিলে স্থির করেন যে, আগামী কয়েকদিন তাঁরা ওই সুইচবোর্ডের আলো জ্বালবেন না। এইজন্য টানা ৩৫দিন অন্ধকারেই কাটান গোটা গ্রামবাসী। পরিবর্তে টর্চ বা মোবাইলের আলো জেলেই রাস্তায় চলাচল করেছেন গ্রামবাসীরা। যে ভারতবর্ষে বিস্ফোরক বোঝাই আনারস খাইয়ে হাতিকে হত্যা করা হয়, সেই ভারতে মানবিকতা এখনও শেষ হয়ে যায়নি।
Post a Comment