৮৭ বছরে এই প্রথম, করোনা আবহে বাতিল মুম্বইয়ের বিখ্যাত লালবাগের রাজা গণেশ উৎসব
Odd বাংলা ডেস্ক: মুম্বইয়ের গণেশ উৎসবের আয়োজন সারা দেশের মধ্যে সেরা। আর তার মধ্যে 'লালবাগছা রাজা'র পুজো সবথেকে বেশি জাঁকজমকের সঙ্গে করা হয়ে থাকে। আর এবার করোনা আবহের সেই উৎসব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।
গত ৮৭ বছরের ইতিহাসে এই প্রথমবার বন্ধ হতে চলেছে 'লালবাগছা রাজা'র পুজো। লালবাগ মণ্ডলের সেক্রেটারি সুধীর সালভী বলেছেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই বছর গণেশ উৎসব পালন করা হবে না। আমরা এটিকে স্বাস্থ্য উৎসব হিসাবে উদযাপন করতে চলেছি। মহামারীকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের ১০ দিনে আমরা একটি রক্তদান শিবির এবং একটি সচেতনতামুলক ক্যাম্প আয়োজন করব, যার মূল উদ্দেশ্য প্লাজমা ডোনেশনের প্রচার করা। আমরা পুলিশ ও সেনা জওয়ানদের পরিবারকেও সম্মান জানাব, যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। পাশাপাশি আমরা মহামারীরপ বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রীর তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদানও দিচ্ছি।'
তিনি আরও জানিয়েছেন, এই বছর কোনওরকম প্রতিমা রাখা হবে না, কারণ প্রতিমা আনলেই তা দেখার জন্য মানুষ ভীড় জমাবে। প্রসঙ্গত, প্রতি বছর 'লালবাগছা রাজা'র পুজো দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান মুম্বইয়ের পরেল এলাকায়। মহামারিতে সারা দেশের মধ্যে সবচেয়ে বিধ্বস্থ মুম্বই। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একাধিক ধর্মীয় সংগঠনের তরফে কোনও উৎসব-অনুষ্ঠানের আয়োজন না করার জন্য ধন্যবাদও জানিয়ছেন।
Post a Comment