গ্রেফতার হল ৮ পুলিশের হত্যাকারী মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার বিকাশ দুবে
Odd বাংলা ডেস্ক: ৮ পুলিশ কর্মীর হত্যায় অভিযুক্ত বিকাশ দুবে অবশেষে গ্রেফতার। শেষ ৬ দিন ধরে এই দুষ্কৃতি ছুটে বেরাচ্ছিল গোটা উত্তরপ্রদেশ জুড়ে। বিকাশ তাঁর চেহারা বদলে ফেলে। যাতে তাকে কেউ না চিনতে পারে। সূত্রের খবর অনুযায়ী দিল্লির একটি বাস টার্মিনাসে গিয়ে সেখান থেকে সে উজ্জয়িনীগামী একটি বাসে উঠে পড়ে। ইতিমধ্যেই পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
#VikasDubey Arrested pic.twitter.com/kaiqRY2sHf— M.S (@socialtoworker) July 9, 2020
Post a Comment