পালানোর চেষ্টা, পুলিশের গুলিতে এনকাউন্টারে মৃত্যু হল কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের


Odd বাংলা ডেস্ক: মৃত্যু হল উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবের। সূত্রের খবর পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে তার। জানা যায়, কানপুরে নিয়ে যাওয়ার পথে পালানোর চেষ্টা করায় উত্তরপ্রদেশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের গুলিতে মৃত্যু হয় তার। একাধিক গুলি তার শরীরে বিদ্ধ করে, যার ফলে গুরুতর জখম হয় এবং পরে মৃত্যু হয় 'মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার' বিকাশ দুবের।

পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করার পর তাকে নিয়ে আসা হচ্ছিল কানপুরে। শুক্রবার সকালে তিনটি পুলিশের গাড়ির মধ্যে একটি গাড়ি হাইওয়ের উপর দুর্ঘটনায় উলটে যায়। জানা গিয়েছে, যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল, তাতেই ছিল বিকাশ। দুর্ঘটনার পর সে পালানোর চেষ্টা করায় পুলিশ এনকাউন্টার শুরু করে। পুলিশের গুলিতেই মৃত্যু হয় তার।

উত্তরপ্রদেশের ৮ পুলিশকর্মীকে খুনের দায়ে অভিযুক্ত 'ওয়ান্টেড গ্যাংস্টার' বিকাশ দুবে-কে প্রায় সাতদিন ধরে তাড়া করে বেড়ানোর পর বৃহস্পতিবার তাকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেফতার করে পুলিশ।
Blogger দ্বারা পরিচালিত.