করোনামুক্ত হওয়ায় আজ থেকে দেশবাসীর জন্য খুলে দেওয়া হল জনপ্রিয় এই পর্যটনক্ষেত্র


Odd বাংলা ডেস্ক: গোয়ার পর্যটনমন্ত্রী মনোহর আজগাঁওকার বুধবার ঘোষণা করেছেন যে, বৃহস্পতিবার অর্থাৎ ২ জুলাই থেকে খুলে দেওয়া হল উপকূলীয় রাজ্য গোয়া। করোনা ভাইরাসের কারণ গত মার্চ মাস থেকে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল গোয়া। গোয়া করোনামুক্ত হওয়ার পর এদিন রাজ্য মন্ত্রীসভার বৈঠকে দেশের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যটন বিভাগের তরফে এখনও পর্যন্ত ২৫০টি হোটেলকে খোলার অনুমতি দেওয়া হয়েছে, যা রাজ্য সরকার কর্তৃক বেঁধে দেওয়া স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলতে পারে। মন্ত্রীসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেবল দেশীয় নাগরিকরাই এখন গোয়ায় ভ্রমণ করতে যেতে পারবেন। পর্যটন বিভাগের তরফে অনুমোদীত হোটেলগুলির প্রি-বুকিং বাধ্যতামুলক। তবে পর্যটন দফতরের তরফে নিবন্ধিত নয় এমন হোটেল বা হোম স্টেগুলি অনলাইনে বুকিং নিতে পারবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। 

তবে গোয়ায় প্রবেশের আগে হয় সমস্ত পর্যটককে কোভিড নেগেটিভ সার্টিফিকেট বহন করতে হবে আর না হয় সীমান্তেই সরকারের তরফে করোনা টেস্ট করানো হবে। আর যতদিন না রিপোর্ট আসছে পর্যটকদের রাজ্য পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। কারওর যদি কোভিড পজিটিভ ধরা পড়ে, তাহলে তাঁকে তাঁর নিজ রাজ্যে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে আর না হলে গোয়াতেও চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। 
Blogger দ্বারা পরিচালিত.