নতুন করে আরও ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পথে কেন্দ্র, তালিকায় রয়েছে পাবজিও?


Odd বাংলা ডেস্ক: ভারত সরকারের তরফে নতুন করে আরও ৪৭টি চিনা অ্যাপের ওপর আনা হল নিষেধাজ্ঞা। প্রসঙ্গত, জুনের শেষের দিকে কেন্দ্রের তরফে জাকীয় স্বার্থ ও সুরক্ষার জন্য জনপ্রিয় অ্যাপ টিকটক-সহ আরও ৫৮টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। আর এবার নতুন করে প্রায় ৫০টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে বলে খবর। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই ঘোষণা করা হবে। 

গালওয়ানে ভারত-চিন সেনার যুদ্ধের পর চিনা পণ্য বয়কটের ডাক দেয় ভারত। আর এরপরই এর প্রথম পদক্ষেপ হিসাবে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, হেলো-র মতো একাধিক চিনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ইনফরমেশন টেকনলজি অ্যাক্ট মোতাবেক ৬৯(এ) ধারা অনুসারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 

তবে শুধু এগুলিই নয়, জানা গিয়েছে, আরও ২৫০টি অ্যাপের তালিকা তৈরি করেছে সরকার। জানা গিয়েছে, ওই অ্যাপগুলির উপর নজর রাখা হবে যে। দেখা হবে এগুলিতে জাতীয় সুরক্ষার কোনওভাবে লঙ্ঘিত হচ্ছে কিনা। সূত্রের খবর, পাবজি-সহ কয়েকটি জনপ্রিয় গেমিং অ্যাপও এই নয়া তালিকার অন্তর্ভুক্ত হতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.