২৫ মিলিয়ন ইরানি করোনাক্রান্ত, ঝুঁকির মুখে আরও ৩৫ মিলিয়ন: রাষ্ট্রপতি হাসান রুহানি


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়ে ক্রমেই বিস্তার লাভ করছে করোনাভাইরাস। ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি শনিবার জানালেন, ২৫ মিলিয়ন ইরানি করোনভাইরাসতে আক্রান্ত হয়েছেন এবং আরও ৩৫ মিলিয়ন মানুষ করোনা আক্রান্তের ঝুঁকির মুখে রয়েছেন। 

স্বাস্থ্য মন্ত্রকের নতুন প্রতিবেদনের ভিত্তিতে রুহানি বলেন যে, সরকারিপরিসংখ্যান অনুসারে, ইরানের করোনা আক্রান্তের সংখ্যা ২৬৯,৪৪০। অথচ দুই পরিসংখ্যানের মধ্যে এতটা ফারাক কীভাবে হল, তা নিয়ে অবশ্য কিছুই বলেননি রুহানি। 

প্রায় ৮০ মিলিয়ান জনসংখ্যা বিশিষ্ট দেশটি মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সর্বাধিক করোনায় ক্ষতিগ্রস্থ। রুহানি তাঁর বক্তব্য রাখার সময় বলেন, 'আমাদের অনুমান, এখন পর্যন্ত ২৫ মিলিয়ন ইরানি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১৪ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।' তিনি আরও বলেন, 'আরও ৩০ থেকে ৩৫ মিলিয়ন মানুষ করোনা ঝুঁকির মুখে রয়েছেন। এখনও পর্যন্ত ২ লক্ষের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।' দেশের স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার জানিয়েছে, সেদেশে করোনায় ১৩ হাজার ৭৯১ জনের মৃত্যু হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.