বাস্তুদোষ কাটাতে বাড়িতে রাখুন ময়ূরের পালক, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন
Odd বাংলা ডেস্ক: ময়ূরের পালকের সৌন্দর্য অপার। কিন্তু সৌন্দর্যের উর্ধ্বেও ময়ূরের পালক কিন্তু এক গুরুত্বপূর্ণ বাস্তু উপকরণ। বাস্তু বিশেষজ্ঞরা বলেন, ময়ূরপুচ্ছ বহু প্রকারের বাস্তুদোষকে দূর করে। কীভাবে ময়ূর-পালক কাজ করে, জেনে নিন-
১) বাস্তুদোষ কাটাতে হলে প্রথমেই প্রয়োজন ৮টি ময়ূরের পালক। একটি সাদা সুতো দিয়ে সেগুলি একসঙ্গে বাঁধতে হবে। এবং 'ওঁ নমঃ শিবায়' মন্ত্রোচ্চারণ করে শুদ্ধ করে নিতে হবে।
২) বাড়ির ওপর থকে শনির প্রভাব দুর করতে তিনটি ময়ূরের পালক নিন। এবার সেগুলি কালো সুতো দিয়ে বেঁধে নিয়ে তাতে কতগুলো সুপারি যোগ করতে হবে। এর পরে জলের ঝাপটা দিয়ে ২১ বার 'ওঁ শনৈশ্চরয় নমঃ' মন্ত্রটি উচ্চারণ করুন।
৩) কেউ যদি সিন্দুক বা আলমারি বা লকারের কাছে ময়ূরের পালক রাখেন, তবে তা ধনসম্পদ বৃদ্ধির সহায়ক হয়।
৪) কোনও অশুভ শক্তিকে দূরে রাখতে বাড়ির সদর দরজায় কয়েকটি ময়ূর-পালক অবশ্যই রাখুন।
তবে ময়ুর-পালক গুলির কিন্তু যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত সেগুলিকে পরিষ্কার করুন। ময়ূরের পালক কিন্তু পোকামাকড় তাড়াতেও কাজে দেয়। আর প্রেম-প্রণয়ের ক্ষেত্রেও কিন্তু ময়ূরের পালক কাজে দেয়।
Post a Comment