হিমালয়ান ভায়াগ্রা এবার লাল তালিকাভুক্ত, পুরুষরা আর ব্যবহার করতে পারবেন না



Odd বাংলা ডেস্ক: স্থানীয় লোকজন বলেন 'কীরা জরি'। আন্তর্জাতিক বাজারে নাম হিমালয়ান ভায়াগ্রা। অত্যন্ত দামী প্রজাতির ফাঙ্গাস এটি। ভারতে এই হিমালয়ান ভায়াগ্রা পাওয়া যায় একমাত্র উত্তরাখণ্ডে। এবার এই হিমালয়ান ভায়াগ্রা লাল তালিকাভুক্ত হল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) জানিয়েছে, গত পনেরো বছরে এই ফাঙ্গাসের পরিমাণ কমেছে ৩০ শতাংশ। তাই হিমালয়ান ভায়াগ্রা রেড লিস্ট এর আওতায় আনা ছাড়া কোনো উপায় ছিল না। 

 হিমালয়ের পার্বত্য অঞ্চলে আরো অনেক প্রজাতির ফাঙ্গাসের পরিমাণ কমে গেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যার ফলে সেখানকার জীব বৈচিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন, নেপাল ও ভুটানে প্রচুর পরিমাণে হিমালয়ান ভায়াগ্রা পাওয়া গেলেও ভারতের একমাত্র উত্তরাখণ্ডে এই ফাঙ্গাস দেখা যায়। তবে এই ফাঙ্গাস রেড লিস্ট এর আওতায় চলে আসায় এবার বহু মানুষ অসুবিধার মধ্যে পড়বেন। কারণ এই হিমালয়ান ভায়াগ্রা সংগ্রহ করে অনেক মানুষের রুটি রুজি চলে। স্থানীয় বাজারে এক কেজি হিমালয়ান ভায়াগ্রার দাম প্রায় দশ লাখ টাকা। আন্তর্জাতিক বাজারে কেজি প্রতি ২০ লাখ টাকায় বিক্রি হয়। 

উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলের অনেক গ্রামের বাসিন্দারা এই ফাঙ্গাস সংগ্রহ করে পেট চালান। তাদের ভবিষ্যত এবার অনিশ্চিত হয়ে পড়ল। কারণ লাল তালিকাভুক্ত হওয়ায় এই ফাঙ্গাস সংগ্রহ ও পরিচর্যার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আনা হবে। জানা যাচ্ছে এই বহুমূল্য ফাঙ্গাস সংরক্ষণের জন্য এবার বিশেষ ব্যবস্থা নেবে প্রশাসন।
Blogger দ্বারা পরিচালিত.