'ফর্সা' হওয়া লক্ষ্য নয়, 'ফেয়ার অ্যান্ড লাভলি'র নাম বদলে হল 'গ্লো অ্যান্ড লাভলি'
Odd বাংলা ডেস্ক: নাম নিয়ে জল্পনা ছিলই। জনপ্রিয় ফেস ক্রিম 'ফেয়ার অ্যান্ড লাভলি'র যে নাম পরিবর্তন হতে চলেছে, সেকথা আগেই ঘোষণা করা হয়েছিল। আর তারপর থেকেই নামকরণ নিয়ে জল্পনা ছিলই। বৃহস্পতিবার গ্লোবাল কনডিউমার জায়ান্ট ইউনিলিভারের ভারতীয় আর্ম-এর তরফে ঘোষণা করা হল স্কিন লাইটনিং ক্রিম 'ফেয়ার অ্যান্ড লাভলি'র নাম বদলে রাখা হল 'গ্লো অ্যান্ড লাভলি'। কালো স্কিন টোন নিয়ে মানুষের মনে যে স্টেরিওটাইপ ধারণা তার বদল ঘটাতেই নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, 'ফেয়ার', 'ফেয়ারনেস', 'হোয়াইট', 'হোয়াইটনিং'-এর মতো শব্দগুলি সৌন্দর্যের একটি দিককেই তুলে ধরে কেবল, সৌন্দর্য একটা অত্যনম্ত বৈচিত্রপূর্ণ কনসেপ্ট। হিন্দুস্তান ইউনিলিভার আরও জানিয়েছে, পুরুষদের জন্য এই ফেস ক্রিমটি 'গ্লো এবং হ্যান্ডসাম' নামে অভিহিত করা হবে। নতুন নামকরণের পর এই ব্র্যান্ডের পণ্যগুলি আগামী কয়েক মাসের মধ্যেই দোকানে চলে আসবে।
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ায় স্কিন হোয়াইটনিং পণ্যগুলির বিশাল বাজার রয়েছে। কিন্তু যেভাবে এইসব পণ্যগুলিকে প্রমোট করা হয়, বিশেষত মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মার্কিন পুলিশের হাতে মৃত্যু হওয়ার পর, 'ব্ল্যাক লাইভস ম্যাটার্স' স্লোগান ওঠার পর কালো চামড়ার মানুষদের এইভাবে তীর্যক দৃষ্টিতে দেখা নিয়ে আপত্তি তোলেন তামাম নেট নাগরিকরা। আর তারপরই হিন্দুস্থান ইউনিলিভারের এই পণ্যটির নাম বদলে দেওয়া হল।
Post a Comment