করোনাভাইরাস রুখতে সবচেয়ে বেশি কার্যকর ঘরে তৈরি কাপড়ের মাস্ক, বলছে নয়া গবেষণা


Odd বাংলা ডেস্ক: করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরাটা অপরিহার্য। কিন্তু কোন মাস্ক পরা ভাল এই নিয়ে সাম্প্রতিককালে একটি জটিলতা তৈরি হয়েছে, কারণ কেন্দ্রীয় সরকারে তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে ভালভ্ রেসপিরেটর-যুক্ত এন-৯৫ মাস্ক সাধারণ মানুষের ব্যবহার না করাই ভাল। কারণ এই মাস্ক পরলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। 

সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে কোভিড-১৯ সংক্রমণের কারণ হিসাবে মুখ এবং নাক থেকে নিঃসৃত ড্রপলেট ছড়িয়ে পড়ার হাত থেকে রুখতে ঘরে তৈরি একাধিক স্তর বিশিষ্ট কাপড়ের মাস্কই ব্যবহার করা উচিত। অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীরা একটি সার্জিক্যাল মাস্কের সঙ্গে একক এবং দ্বি-স্তর বিশিষ্ট কাপড়ের মাস্কের কার্যকারিতা তুলনা করে দেখিয়েছেন। একটি এলইডি লাইটিং সিস্টেম এবং উচ্চ-গতির ভিডিও ক্যামেরা ব্যবহার করে তাঁরা দেখিয়েছেন যে, একটি একক স্তরবিশিষ্ট মাস্ক যতটা পরিমাণে ড্রপলেট আটকাতে সক্ষম হয়, তার চেয়েও বেশি ড্রপলেট প্রতিরোধ করতে পারে ঘরে তৈরি একাধিক স্তর বিশিষ্ট মাস্ক।

হাঁচি-কাশিজনিত কারণে ছড়িয়ে পড়া ড্রপলেটের বিস্তার রোধ করার ক্ষেত্রে একটি দ্বীস্তরবিশিষ্টি মাস্ক অনেক ভাল বলেই দাবি করছেন তাঁরা। যদিও সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির রায়না ম্যাক্যান্তিয়েরের নেতৃত্বে গবেষকদের দ্বারা পরীক্ষিত সমস্ত মাস্কের মধ্যে থ্রি-প্লাই সার্জিক্যাল মাস্ক সেরা ছিল। বৃহস্পতিবার থারাক্স এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.