দৈনিক রাশিফল, ১১ জুলাই: কেমন যাবে আপনার আজকের দিন, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: রাশিফল সাধারণত পুরোনো জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎবাণী করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। তেমনই জেনে নিন আজকে কী রয়েছে আপনার ভাগ্যে।
ধনু (23 Nov - 21 Dec) রেগে গেলেন তো হেরে গেলেন। আজ কোনো কাজে রাগ হবেন না। তাহলে স্বামী-স্ত্রীর সম্পর্ক একটু পানসে হতে পারে। তাই রাগ হলে আমার লেখা মনে করবেন।
মকর (22 Dec - 20 Jan) প্রিয় মকর, আজ আপনি সৃজনশীল যেকোনো কাজে প্রশংসা পেতে পারেন। পারিবারিক ঝামেলা মীমাংসা হতে পারে। অর্থনৈতিক অবস্থা বেশ ভালো যাবে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে।
কুম্ভ (22 Jan - 18 Feb) আজ কর্মক্ষেত্রে বিস্ময়কর সাফল্য দেখাতে সমর্থ হতে পারেন। কর্তৃপক্ষ আপনার কাজের ওপর খুবই সন্তুষ্ট থাকবে। সম্মান বৃদ্ধির যোগ আছে। কারো কারো নতুন চাকরির যোগ সৃষ্টি হতে পারে।
মীন (19 Feb - 20 Mar) মীন, আজ আপনি সৃজনশীল কাজগুলো মোটামুটি বাস্তবায়িত করতে সক্ষম হবেন। আজ আপনি আপনার অভিভাবকদের কাছে কিছু দাবি করলে আশা পূরণ হতে পারে। আমি বলছি, চিন্তা করুন কী দাবি করবেন।
মেষ (21Mar - 20 Apr) আজ আপনার কর্মক্ষেত্রের পরিবেশ পক্ষে যেতে পারে। কোনো ক্ষমতাশালী ব্যক্তি আপনার পক্ষে চলে যেতে পারেন। কারণ আপনি আজ তাঁদের প্রয়োজনীয় কাজটি করতে পারেন।
বৃষ (21 Apr - 20 May) প্রিয় বৃষ, আজ আপনার আয় বৃদ্ধি পেতে পারে। প্রিয়জন আপনার ভালোবাসায় মুগ্ধ থাকবে। দাম্পত্য সুখশান্তি খুঁজে পাবেন। যৌথ ব্যবসার প্রস্তাব আসতে পারে। আমি বলছি এটা করবেন না।
মিথুন (22 May - 21 Jun) মিথুন, আপনার আজ পারিবারিক শান্তির আমেজ থাকবে। যেকোনো কারণে হোক এ আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সামাজিক দায়িত্ব ও কর্মক্ষেত্রের দায়িত্ব আজ কাঁধে এসে পড়তে পারে।
কর্কট (22 Jun - 22 Jul) মাননীয় কর্কট, আমার অভিনন্দন গ্রহণ করুন। আজ আপনি কোনো ঋণ পাওয়ার দরকার হলে চেষ্টা করুন, ব্যাংক থেকে পেয়ে যেতে পারেন। পূর্বে কোনো মনোমালিন্য থাকলে তাও আজ দূর হবে।
সিংহ (23 Jul - 23 Aug) বিশেষভাবে যে কাজের সাফল্য আশা করছিলেন তা আজ দিনের শেষ দিকে পূরণ হতে পারে। ভালো ফল পেতে হলে আমার একটি শর্ত—তামাক, গুল, জর্দা, সিগারেট পরিত্যাগ করুন।
কন্যা (24 Aug - 23 Sep) লেখক ও শিল্পীদের জন্য আজকে অত্যন্ত শুভ একটি দিন। এমন ভালো সময় জীবনে কম পাবেন। আজকের মতো ভাঙা প্রেম জোড়া লাগতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে চলুন।
তুলা (24 Sep - 23 Oct) প্রিয় তুলা, আজকে রাজনীতিবিদদের জনপ্রিয়তা বৃদ্ধির যোগ আছে। নাম-যশ বৃদ্ধির সম্ভাবনা আছে। কেনাকাটায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। একটা কথা মনে রাখবেন। কেউ টাকা চাইলে ধার দেবেন না।
বৃশ্চিক (24 Oct - 22 Nov) প্রিয় বৃশ্চিক, আর্থিক অবস্থা আজ ভালো যেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। প্রিয়জনের মনকে বিচ্ছু আচরণ দিয়ে জয় করতে পারবেন না। সেক্রিফায়েস করতে শিখুন। তাহলে ভালো থাকবেন।
Post a Comment