প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনে খাওয়া-দাওয়ার জন্য খরচ করেন এত টাকা! জানলে অবাক হবেন



Odd বাংলা ডেস্ক: গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী, এনার কোনো বিশেষ পরিচয় দেওয়ার নেই আপনাদের কাছে। পৃথিবীর সমস্ত প্রান্তে আজ মোদীর পরিচিতি রয়েছে। সমর্থক থেকে বিরোধী প্রতিদিনই সকলের মুখেই শোনা যায় এনার নাম।

আজ আমরা আপনাদের পিএম মোদীর নিত্যদিনের খাবারের কথা বলবো। মোদীজির ডায়েট চার্টের খরচের তালিকা দেখে আপনার বিশ্বাস হবে না। পিএম মোদীর খাবারের জন্য খরচের হিসাব দেওয়ার আগে, আপনাদের একটা প্রশ্ন করবো। আপনারা বাইরে রেস্টুরেন্টে বা হোটেলে খেতে গেলে কম করে ৫০০ বা ১০০০ টাকা বিল তো করেই থাকেন, কিন্তু মোদীর ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উলটো। অনেকেই জানেন যে মোদী সাধারণত হালকা খাবার পছন্দ করেন।

মোদী সকাল ৭টা নাগাদ প্রস্তুত হয়ে যান, তিনি সকালের ব্রেকফাস্ট সারেন। সকালের ব্রেকফাস্টে মোদী ২০ মিনিটের মত সময় ব্যয় করেন। আপনাদের জানিয়ে রাখি যে, সকালের ব্রেকফাস্টে মোদী থেপলা, ধোকলা বা পোহা খেতে পছন্দ করেন, যার মূল্য ৫০ টাকার মত হবে। তেমনি অন্যদিকে দুপুরের সময়ও তিনি হালকা খাবারই পছন্দ করেন যার খরচ পড়ে ওই ৫০ টাকার মতই। এবার আপনাদের যদি রাতের খাবারের কথা বলি তাহলে, রাতে মোদী রুটি, ডাল এবং দই খেতে পছন্দ করেন। যার আনুমানিক মূল্য ১০০ থেকে ২০০ টাকার মত হয়।

এই সব খাবারের মূল্যগুলিকে যদি একসাথে যোগ করা হয়, তাহলে আমরা বুঝতে পারি যে পিএম মোদী প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকার মত খরচ করেন খাবারের জন্য। ভারতের ইতিহাসে প্রধানমন্ত্রীর বাসভবনে এখন রান্নার খরচ সবচেয়ে কম।
Blogger দ্বারা পরিচালিত.