কেমন হবে অযোধ্যার রামমন্দির, জেনে রাখুন
Odd বাংলা ডেস্ক: ১৯৯০ সালে বিশ্ব হিন্দু পরিষদের তৎকালীন প্রধান অশোক সিংহলকে রাম মন্দিরের তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরে কেটে গেছে ৩০ বছর। তখন থেকে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত অযোধ্যার বিতর্কিত রামমন্দিরের প্রস্তাবিত খসড়া বন্দি ছিল আহমেদাবাদের প্রথিতযশা স্থপতি চন্দ্রকান্ত সোমপুরার ড্রয়িং বোর্ডেই।
তবে, গত সাত-আট মাসে পুরো বিষয়টিই বদলে গেছে। ২০১৯ সালের ৯ নভেম্বর ভারতের সর্বোচ্চ আদালত বাবরি মসজিদের বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির রায় দেয়। তারপর থেকেই ব্যস্ততা বেড়েছে চন্দ্রকান্ত সোমপুরা ও তার কর্মচারীদের।
কারণ আগের খসড়ার থেকে আরো বড় করে গড়ে তোলা হচ্ছে বহুল প্রতীক্ষিত এই মন্দির। চন্দ্রকান্ত সোমপুরার সংস্থা সিবি সোমপুরা আহমেদাবাদের অফিসে বসে তার কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের পর রামমন্দিরের থ্রি ডি ডিজাইনের মডেল তৈরি করছেন।
আগের খসড়ার থেকে যা অনেকটাই আলাদা। আরো বড়।
রাম জন্মভূমি ট্রাস্টের সদস্যদের সঙ্গে কথাবার্তা শেষ করে ডিজাইনের কাজ প্রায়ও শেষও হয়ে এসেছে। নতুন মডেল অনুযায়ী, রাম মন্দিরের উচ্চতা আগের থেকে আরো ১৬০ ফুট বেড়ে হয়েছে ৩৬৬ ফুট। আর সিঁড়ি হবে প্রায় ১৬ ফুট উচ্চতার। তিনটি চূড়ার মন্দিরে ভগবান রামের পাশাপাশি থাকবে সীতা, লক্ষ্মণ, গণেশ ও হনুমানের মূর্তি।
১৯৯০ সালে প্রথম যখন মন্দির তৈরি করার পরিকল্পনা হয়েছিল তখন ৩ লাখ কিউবিক ফুট বালিপাথর ব্যবহার করার পরিকল্পনা ছিল বিশ্ব হিন্দু পরিষদের।
কিন্তু, নতুন ছক অনুযায়ী বালিপাথরের পরিমাণ হবে ৬ লাখ কিউবিক ফুট।
এ প্রসঙ্গে চন্দ্রকান্ত সোমপুরার ছেলে ৪৯ বছরের আশিস সোমপুরা জানান, ১৯৯০ সালে বিশ্ব হিন্দু পরিষদের তৎকালীন সভাপতি অশোক সিংহল তার বাবাকে রামমন্দির তৈরির দায়িত্ব দিয়েছিলেন। এরপরই অশোক সিংহলের সঙ্গে অযোধ্যায় রাম মন্দিরের জন্য প্রস্তাবিত জমি দেখতে যান চন্দ্রকান্ত। কিন্তু, তখনো এর গুরুত্ব বুঝতে পারেননি।
পরে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখনই এই বিষয়টি যে আর পাঁচটি মন্দির তৈরির থেকে সম্পূর্ণ আলাদা তা বুঝতে পেরেছিলেন তিনি। তবে ১৯৯৬ সালের পরে মন্দির তৈরির কাজে গতি কমে যাওয়া তিনি ও তার পরিবারের লোকেরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু, গত নভেম্বরে সুপ্রিম কোর্টের রায়ের পরে ফের খুশির আমেজ ছড়িয়েছে পরিবারের সদস্যদের মনে। আর তারপর থেকে তারা সবাই অপেক্ষা করছেন নতুন এক ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য।
Post a Comment