রাত পোহালেই ICSE ও ISC-র রেজাল্ট, কীভাবে দেখবেন ফলাফল?



Odd বাংলা ডেস্ক: করোনা আবহের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে  ICSE ও ISC-র ফলাফল। ১০ জুলাই শুক্রবার দুপুর তিনটায় ওয়েবসাইটে ফলপ্রকাশ করবে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) ৷ এই ওয়েবসাইটগুলি হল  www.cisce.org এবং www.results.cisce.org। এছাড়া মোবাইল ম্যাসেজিং সার্ভিসের মাধ্যমেও জানা যাবে ফলাফল। 

এসএমএসে রেজাল্ট পেতে হলে ফোনের মেসেজ বক্সে গিয়ে ICSE বা ISC লিখে একটা স্পেস দিয়ে নিজের 7 ডিজিট আইডি নম্বর লিখে মেসেজটি পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে ৷ কয়েকদিন আগেও কেন্দ্রীয় স্কুল শিক্ষা দফতর এই ফল প্রকাশ নিয়ে আশঙ্কায় ছিল।  কিন্তু অবশেষে তাদের তরফে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে শুক্রবার তারা প্রকাশ করবে ফলাফল। 
Blogger দ্বারা পরিচালিত.