করোনা সচেতনতা বাড়াতে শাহরুখ খানের 'বাজিগর'-কে হাতিয়ার করল অসম পুলিশ


Odd বাংলা ডেস্ক: করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনা বাড়াতে সরকার এবং পুলিশ প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু এবার অসম পুলিশ করোনা সচেতনতা বাড়াতে এক অভিনব পন্থা অবলম্বন করেছে। শনিবার অসম পুলিশের টুইটারে কোভিড-১৯ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করা হয়, সেখানে শাহরুখ খানকে তাঁর চিরাচরিত ভঙ্গিমায় দেখা গিয়েছে। 

ছবিতে শাহরুখ খানের মুখে রয়েছে মাস। তাঁর ব্লকবাস্টার হিট ছবি বাজিগর থেকে একটি সংলাপও তুলে ধরা হয়েছে, যা সামাজিক দূরত্ববিধির সঙ্গে একেবারেই মানানসই। মারাত্মক সংক্রামক ব্যাধির বিস্তার রোধ করতে দুজন ব্যক্তির মধ্যে নুন্যতম ৬ ফুটের সামাজিক দূরত্ববিধি রাখা দরকার তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। 

টুইট বার্তায় বলা হয়েছে, 'সামাজিক দূরত্ব জীবন বাঁচাতে পারে। অথবা শাহরুখ খানের ভাষায় বলতে গেলে, কভি কভি পাস আনে কে লিয়ে কুচ দূর জানা পড়তা হ্যায়, অওর দূর যাকর পাস আনে ওয়ালো কো বাজিকর কহতে হ্যায়।' এরপর বলা হয়েছে, '৬ ফুট দূরত্বে থাকুন, বাজিগর হোন'। তবে এটাই প্রথমবার নয়, যখন শাহরুখ খানের মিম ব্যবহার করে জন সচেতনতা বাড়ানো হচ্ছে। 
Blogger দ্বারা পরিচালিত.