করোনা আবহে এই নিয়ে তিনবার বাড়ানো হল আয়কর রিটার্নের সময়সীমা
Odd বাংলা ডেস্ক: করোনা অতিমারি পরিস্থিতি বিচার করে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও ২ মাস পর্যন্ত বর্ধিত করল সিবিডিটি তথা সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস। সেইমতো ২০১৮-'১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিব করার সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হল।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বুধবার তাঁর টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ''কোভিড অতিমারির কারণে করদাতাদের স্বস্তি দিতে২০১৮-'১৯ অর্থবর্ষের জন্য (অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৯-’২০) আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।''
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে এই নিয়ে তিনবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল কেন্দ্র। প্রথমে ৩১ মার্চের নির্ধারিত সময়সীমা ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল। পরে ফের বাড়িয়ে করা হল ৩১ জুলাই আর এবার আরও এক মাস বাড়িয়ে করা হল ৩০ সেপ্টেম্বর।
Post a Comment