অবশেষে ফিরে আসছে শান্তি, নিয়ন্ত্রণ রেখা মেনে চলার অঙ্গীকার ভারত-চিনের
Odd বাংলা ডেস্ক: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ও স্টেট কাউন্সিলর মি. ওয়াং ই দুই দেশের সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি হয়ে টেলিফোনে আলোচনা করেন। বিশেষ প্রতিনিধিদ্বয় ভারত-চীনের পশ্চিম সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে খোলামেলা এবং বিশদ আলোচনা করেন।
প্রতিনিধিদ্বয় সহমত প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে যে ঐকমত্য হয়েছিল তার ভিত্তিতেই উভয়পক্ষ সিদ্ধান্ত নেবে। সে ঐকমত্য অনুসারে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির পূর্বশর্ত হিসেবে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখবে এবং উভয়পক্ষই মতভেদ বিবাদে রূপান্তরিত করবে না।
এছাড়াও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং ভারত-চীন সীমান্তে উত্তেজনা প্রশমণ করে আগেকার শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসার বিষয়ে উভয়পক্ষই একমত হয়েছে। উভয় দেশ দ্রুততার সঙ্গে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতেও একমত হয়। সেনা প্রত্যাহারের পর্যায়ক্রমিক পদক্ষেপ উভয় দেশ সুনিশ্চিত করবে। উভয় প্রতিনিধিই ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, একতরফাভাবে কোনো পক্ষ স্থিতাবস্থা পরিবর্তনের কোনো উদ্যোগ নেবে না এবং উভয়পক্ষ সীমান্তের শান্তি ও ভারসাম্য বজায় রাখতে একযোগে কাজ করবে।
উভয় প্রতিনিধি সহমত প্রকাশ করে বলেন, বর্তমানে কূটনৈতিক ও সামরিক স্তরে যে আলোচনার প্রক্রিয়া চলছে তা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে ভারত-চীন সীমান্ত বিষয়ে পরামর্শ ও সমন্বয়ের জন্য যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা রয়েছে তার অধীনেও আলোচনা চালু রাখা হবে।
উভয়পক্ষ সম্মত হয়, এসব আলোচনার ফলাফল দ্রুত বাস্তবায়ন করা হবে। সর্বোপরি দুই বিশেষ প্রতিনিধি সহমত হয়েছেন, সীমান্তে সম্পূর্ণ শান্তি ফিরিয়ে আনার জন্য দু’জনে দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আলোচনা চালিয়ে যাবেন।
Post a Comment