একদিনে সারা দেশে করোনা আক্রান্ত প্রায় ৫০ হাজার, ১৭৯ দিনে আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষের গণ্ডি পেরলো!


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্ট বলছে শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ, সংখ্যাটা ৪৯ হাজার ৯৩১ জন। পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭০৮ জনের। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে গিয়ে হয়েছে ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ এবং সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ৩২ হাজার ৭৭১। 

তবে আজ সকাল পর্যন্ত সারা দেশে মোট ৯.১ লক্ষ মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন। এই মুহূর্তে সারা দেশের সুস্থতার হার ৬৩.৯৩ শতাংশ। ১৩০ কোটি জনসংখ্যার দেশে এখনও পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১.৬৮ কোটি মানুষের। এখনও পর্যন্ত ২৬ জুনেই সর্বাধিক সংখ্যক করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে বলে খবর, সংখ্যাটা ৫ লক্ষ ১৫ হাজার ৪৭২। 

সরকারের তথ্য অনুসারে, ভারতে ১৭৯ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ছাড়াল! শেষ ২৪ ঘণ্টায় যে পাঁচ রাজ্যে সর্বাধিক সংখ্যক করোনা রিপোর্ট নথিভুক্ত হয়েছে সেগুলি হল- মহারাষ্ট্র (৯,৩৪১), অন্ধ্রপ্রদেশ (৭,৬২৭), তামিলনাড়ু (৬৯৮৬), কর্ণাটক (৫,১৯৯) এবং উত্তরপ্রদেশ (৩,২৪৬)।
Blogger দ্বারা পরিচালিত.