পাকিস্তানের গুরুদ্বার পরিণত করা হবে মসজিদে, তীব্র প্রতিবাদ জানাল ভারত


Odd বাংলা ডেস্ক: পাকিস্তানের লাহৌরে অবস্থিত একটি বিখ্যাত গুরুদ্বারকে মসজিদে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা করল ভারত। এদিন দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একটি বিবৃতি দিয়ে জানান, লাহৌরের গুরুদ্বার শাহিদি আসথানকে মসজিদে পরিণত করা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। 

তিনি আরও জানান, লাহৌরের নৌলাখা বাজারে অবস্থিত এই গুরুদ্বারটির সঙ্গে শহিদ ভাই তরু সিং-এর স্মৃতি জড়িয়ে রয়েছে। এই গুরুদ্বারকে শাহিদ গঞ্জ মসজিদে পরিণত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। আর এই কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। প্রসঙ্গত, একটি ঐতিহাসিক স্থান হল গুরুদ্বার শাহিদি আস্থান ভাই তরু জি। ১৭৪৫ সালে সেখানে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন ভাই তরু জি। শিখ ধর্মাবলম্বীদের কাছে এই স্থান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই গুরুদ্বারকে মসজিদে পরিণত করার উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানে বসবাসকারী শিখে সম্প্রদায়ের মানুষরাও।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, ভারতের তরফে পাকিস্তানকে জানানো হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। তাদের ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় উদ্যোগী হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.