২.৮ কিলোমিটার দীর্ঘ ট্রেন চালিয়ে ভারতীয় রেলের রেকর্ড


Odd বাংলা ডেস্ক: ভারতীয় রেল নতুন করে রেকর্ড গড়লো। রেল মন্ত্রণালয় ২.৮ কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী ট্রেন চালালো। মোট ২৫১টি ওয়াগন ও চারটি ইলেক্ট্রিক লোকো ইঞ্জিন পরিচালিত ট্রেনটির নামকরণ করা হয়েছে শেষনাগ। এই ট্রেনটি দক্ষিণ পূর্ব শাখায় পণ্য পরিবহন শুরু করেছে। রেলমন্ত্রী পিযুষ গোয়েল টুইটারে জানান, শেষনাগ ট্রেন চারটি ইলেক্ট্রিক লোকো ইঞ্জিন দিয়ে পরিচালিত এবং ভারতীয় রেল পরিচালিত এটাই সবচেয়ে দীর্ঘতম ট্রেন। নাগপুর ও কোরবা জেলার মধ্যে চলাচল করবে ট্রেনটি। 

এর আগে দক্ষিণ পূর্ব রেল ‘সুপার অ্যানাকোন্ডা’ নামের একটি পণ্যবাহী ট্রেন চালিয়েছিল। ওই ট্রেনটি ওড়িশার লাজকুরা থেকে রউরকেল্লার মধ্যে যাতায়াত করত। সুপার অ্যানাকোন্ডা ছিল ১৭৭টি রেকযুক্ত মালগাড়ি। এবার নতুন রেকর্ড গড়লো শেষনাগ। ট্রেনটি চলার একটি ভিডিও পোস্ট করেছেন গোয়েল এবং তা ব্যাপক সাড়া ফেলেছে ভারতীয়দের মধ্যে। একজন অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ভিডিও শেষ হয়ে গেলো, কিন্তু টেন নয়। অভিনন্দন।’ আরেকজন লিখেছেন, ‘দারুণ অর্জন। বিশ্বকে পরাজিত করবে ভারতীয় রেলওয়ে এবং এধরনের অনেক রেকর্ড তৈরি করবে।’
Blogger দ্বারা পরিচালিত.