সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ছুঁই ছুঁই, মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,৬৯৩


Odd বাংলা ডেস্ক: প্রতিদিন রেকর্ড ভাঙছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে সারা বিশ্বে করোনা বিধ্বস্ত দেশ হিসাবে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। সোমবার সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বাড়ল ২৪ হাজার ২৪৮। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ ছুঁই ছুঁই। নতুন করে দেশে ৪২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯ হাজার ৬৯৩ জন। 
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আপডেট অনুসারেস সারা দেশে করোনা আক্রান্ত বেড়ে হল ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩। যদিও এখনও পর্যন্ত সারা দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ২৪ হাজার ৪৩২ জন। সারা দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ২৮৭ জন। সারা দেশে করোনার কবল থেকে সুস্থতার হার ৬০.৮৫ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, সারা দেশে এখনও পর্যন্ত ৯৯ লক্ষ ৬৯ হাজার ৫৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.