সারা বিশ্বের একমাত্র সোনালী রয়্যাল বেঙ্গলের দেখা পাওয়া গেল ভারতের এই জাতীয় উদ্যানে
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কঠিন দিনগুলিতে যে বিষয়টি সকলের জন্য ভাল হয়েছে, তা হল এই লকডাউনের মধ্যে প্রকৃতির নানারকম দিক দেখার সুযোগ পাওয়া গিয়েছে। তবো কোনওটাই হয়তো সচক্ষে দেখার সুযোগ মেলেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন বহু জিনিসের দেখা পাওয়া গিয়েছে যা হয়তো সাধারণ সময়ে দেখতে পাওয়া যায়না। আর এবার ভারতের কাজিরাঙ্গা অভয়ারণ্যে দেখা মিলল দেশের একমাত্র সোনালী বাঘ। বলা ভাল ভারত তথা বিশ্বে এটিই হল এক এবং অদ্বিতীয় সোনালী রয়্যাল বেঙ্গল টাইগার।
সাধারণত রয়্যাল বেঙ্গল বললেই যে ছবিটা সকলের মনে ভেসে ওঠে তা হল হলুদের ওপর কালো ডোরা কাটা দাগ। কিন্তু সোনালী রয়্যাল একটা ভীষণ বিরল প্রজাতির। আইএফএস পরভিন কাসওয়ান টুইট করে বাঘের ছবিটি শেয়ার করেছেন। তিনি এও লিখেছেন যে, একুশ শতকের বিশ্বে এটিই একমাত্র সোনালী বাঘ।
Do you know in #India we have a Golden #Tiger also. Only documentation of such big cat in 21st century on planet. This by Mayuresh Hendre. Look at this beauty. pic.twitter.com/8kiOy5fZQI— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 10, 2020
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাজিরাঙ্গার ফিল্ড ডিরেক্টর পি শিবকুমার জানিয়েছেন, সোনালি বাঘিনি ১০৬এফ-এর বয়স এখন সাত বছর। শেষ বাঘসুমারি অনুযায়ী অসমে বাঘের সংখ্যা ছিল ১৯০। তার মধ্যে কাজিরাঙ্গায় বাঘের সংখ্যা ১২১টি।
They are very rare and some say it is caused by a recessive gene that gets expressed due to extensive inbreeding. 2/n pic.twitter.com/r2v6oVb1Tl— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 10, 2020
Post a Comment