বিক্রি হতে চলেছে ৭ টি ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট থাকলে সাবধান
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে ঝিমিয়ে পড়া ব্যাঙ্ক শিল্পকে আবারো সচল করে তুলতে অর্ধেকের বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ করার পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমিয়ে পাঁচে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি পরিকল্পনায় অধিকাংশ শেয়ার বিক্রি করা হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের। বর্তমানে ভারতে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ করার প্রস্তাব ঘোষণা করা হবে। বর্তমানে তারই খসড়া তৈরিতে ব্যস্ত রয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রস্তাবটি প্রস্তুত হলে তা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়। তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, ভারতে পাঁচটির বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থাকার প্রয়োজন নেই।
২০১৯ সালে ১০টি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্ত করে চারটি ব্যাঙ্কে রূপান্তর করে কেন্দ্রীয় প্রশাসন। কিন্তু এর পরে আর কোনও ব্যাঙ্ক সংযুক্তিকরণ হবে না বলে সরকারের তরফে ঘোষণা করা হয়। সংযুক্তিকরণ বন্ধ করার জেরে এবার বাকি থাকা কয়েকটি ব্যাঙ্ক শেয়ার বিক্রি করা ছাড়া সরকারের কোনও উপায় নেই। এই কারণে সংযুক্ত না হওয়া ব্যাঙ্কগুলোর মধ্যে কয়েকটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে ঝিমিয়ে থাকা বাজারে ক্রেতার অভাব থাকার সম্ভাবনায় এই প্রক্রিয়া এখনই বাস্তবায়িত করা সম্ভব নয় বলে জানিয়েছে সূত্র।
Post a Comment