১০০ টাকা ঘুষ দেয়নি ১৪ বছরের বালক, রাগে তার ডিমবোঝাই ঠেলা উল্টে দিল সিভিক পুলিশ!


Odd বাংলা ডেস্ক: সারা দেশের গরিব মানুষ করোনার কারণে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তার প্রমাণ প্রতিদিনই উঠে আসে দেশের বিভিন্ন কোণা থেকে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে এক ১৪ বছরের বালকের সঙ্গে সিভিক পুলিশের আচরণে হতবাক নেটিজেনরা, উঠেছে তীব্র নিন্দার ঝড়। একটি বালকের ডিম-বোঝাই ঠেলাগাড়ি উল্টে দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। 
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দৌরের। সেখানে সরকারের তরফে জোড়-বিজোড় পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। সিভিক পুলিশের দাবি ছিল, ১০০ টাকা ঘুষ দিতে হবে, তা নাহলে ওই বালকে ফুটপাতে বসে ব্যবসা করতে দেওয়া হবে না। কিন্তু ১০০টা টাকা দেওয়ার ক্ষমতা ছিল না বালকের। খুব স্বাভাবিক, লকডাউনে বিক্রি সেই অর্থে অনেকটাই কম ছিল। অভিযোগ প্রথমে সিভিক পুলিশ তাকে ফুটপাথ থেকে উঠে যেতে বলে, তবে শর্ত দেওয়া হয় যে, ব্যবসা করতে হলে ১০০ টাকা ঘুষ দিতে হবে। আর এই লঘু পাপে গুরু দণ্ড দেওয়া হল বালককে! 
Blogger দ্বারা পরিচালিত.