ছোট্ট ছেলেটির ডিমভর্তি ঠেলা গাড়ি উল্টে দিয়েছিল সিভিক পুলিশ, তাকে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করল ইন্দৌরের মানুষ
Odd বাংলা ডেস্ক: ফুটপাথের ধারে দাঁড়িয়ে ডিম বিক্রি করছিল বছর ১৪-র ছেলেটি। কিন্তু ফুটপাথে ব্যবসা করতে হলে সিভিক ভলেন্টিয়ারকে ১০০ টাকা ঘুষ দিতে হবে। কিন্তু সেই টাকা দিতে পারেনি ছেলেটি, এটাই ছিল তার 'অপরাধ'। আর সেইকারণে তার ডিমবোঝাই ঠেলাগাড়িটি উল্টে ফেলে দিয়েছিল সিভিক পুলিশ। ঘটনাস্থল মধ্যপ্রদেশের ইন্দৌর। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নিন্দার ঝড় উঠেছিল গোটা দেশে। দেখুন সেই ভিডিও-
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, কোভিড পরিস্থিতিতে মধ্যপ্রদেশ সরকারের তরফে জোড়-বিজোড় পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। ওইদিন বাজার এলাকায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে একটি সাদা জামা পরা ১৪ বছরের ছেলেকে বিধ্বস্থভাবে রাস্তার এদিক-ওদিক ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সিভিক পুলিশের তরফে এমনটা করা হয়েছে।
তার এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বহু মানুষে এগিয়ে এসেছিলেন ওই ছোট্ট ছেলেটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। কিছু ব্যক্তির তরফে উদ্যোগ নিয়ে ওই ছেলেটিকে আবার যোগাযোগ করা হয়েছিল ওই ঘটনার আরও বিশদ বিবরণ জানার জন্য, দেখুন সেই ভিডিও।
Post a Comment